আর মাত্র চারদিন পরেই ভারতবর্ষের ৭৩তম স্বাধীনতা দিবস। প্রায় দু'শো বছরের পরাধীনতা, অনেক সংগ্রাম, অনেক বলিদানের পর আমাদের দেশের মুক্ত আকাশের নীচে পথ চলা শুরু। আজ একবার ফিরে দেখার পালা সেই সব ঘটনার দিকে যা আমাদেরকে ভারতবাসী করে তুলেছে। ১৯৪৭ থেকে ২০১৯ পর্যন্ত প্রত্যেক বছর ঘটে যাওয়া একটি করে ঘটনাকে দিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের হঠাৎ যদি উঠলো কথা-র পর্বকে। এটা আমাদের কথা, ভারতবাসীর কথা। আর আমাদের এই "ফিরে দেখা" সিরিজকে আমরা ভাগ করেছি ৪টি পর্বে, আশা করি আপনাদের ভালো লাগবে। Taking a look back at the years of India post Independence, one year at a time.
Interesting Reads:
Music by Bensound
#bengali #bangla #kolkata #westbengal

0 Comments