৭ টি দায়িত্ব মন্ডলীর নেতাদের প্রতি বিশ্বাসীদের
# মন্ডলী‘ বলতে বিশ্বাসীদের সহোভাগিতাকে বুঝায় কোন ঘর বা জয়াগাকে না
# নেতা বলতে তাদের বুঝায় যাদেরকে প্রভু মনোনিত করে নিযুক্ত করেছেন
১) সম্মান দেওয়া: বাইবেল বলছে ১ থিষলনীকীয় ৫:১২-১৩ পদ, কিন্তু, হে ভ্রাতৃগণ, আমরা তোমাদিগকে নিবেদন করিতেছি; যাঁহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন, এবং তোমাদিগকে চেতনা দেন, তাঁহাদিগকে চিনিয়া লও, 13আর তাঁহাদের কর্ম্ম প্রযুক্ত তাঁহাদিগকে প্রেমে অতিশয় সমাদর কর।
২) ভালবাসা দেওয়া : যাদেরকে প্রভু নিযুক্ত করছেন প্রভুর কাজের জন্য তাদেরকে আমরা যেন চিনে নিতে পারি ও তাদেরকে ভালবাসি।
৩) বাধ্য থাকা : ইব্রীয় ১৩ : ১৭ পদ বলছে, তোমরো তোমাদের নেতাদিগকের বাধ্য ও বশীভূত হও।
৪) সাহায্য করা : প্রভুর জন্য যারা পরিশ্রম করে তাদের সব দিক থেকে সাহায্য করা একজন বিশ্বাসী হিসেবে আপমাদের দায়িত্ব। কারন বাইবেল বলে কায্যকারী বেতনের যোগ্য। ১ তীমথিয় ৫:১৭-১৮ পদ
৫) শিক্ষা গ্রহন : তারা যে শিক্ষা দেন, তা ভালভাবে গ্রহন করা ও পালন করা একজন বিশ্বাসীর দায়িত্ব।
৬) তাদের স্মরণে রাখা : বাইবেল বলছে, ইব্রীয় ১৩:৭ পদে, যাঁহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো।
৭) তাদের অনুকরন ও আর্দশ মানা : বাইবেলে ১ থিষলনীকীয় ১ : ২ – ৭ পদে দেখতে পাই।
Thanks to watching our video & don't forget to share to your friends.
( আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি কোন প্রশ্ন, মতামত এবং ভাল উপদেশ থাকে তাহলে কমেন্ট বক্স এ লিখুন। আপনাদের উৎসাহ আমাদের শক্তি যোগাবে। )
🌐 Facebook ( ফেইজবুক ) -
🌐 Twitter ( টুইটার )-
🌐 Mp3 (এমপি থ্রি) -
🌐 Web (ওয়েব) -
🔊 LIKE ➡ SHARE ➡ SUBSCRIBE
#RockyTalukder
0 Comments