Advertisement

শিক্ষিত যুবক সোহেল রানা চাকুরী ছেড়ে সমন্বিত খামার করে কেমন আছেন? Integrated farming

শিক্ষিত যুবক সোহেল রানা চাকুরী ছেড়ে সমন্বিত খামার করে কেমন আছেন? Integrated farming রোজা এগ্রো ফার্ম-এর ফেসবুক পেজ--
www.facebook.com/rozaagrofarm
=============================

শিক্ষিত যুবক সোহেল রানা চাকুরী ছেড়ে সমন্বিত খামার করে কেমন আছেন?
==============================================
নওগা জেলার পত্নীতলা উপজেলার রুপগ্রাম গ্রামের শিক্ষিত যুবক সোহেল রানা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে মাষ্টার্স শেষ করে ৬ বছর ঢাকা চাকুরী করেন। কিন্তু বাবার জমি এবং কৃষি খামার তাকে ঢাকা থাকতে দেয়নি। অতপর: ২০১৪ সালে প্রাথমিকভাবে দুইভাই মিলে পৈতৃক ১২ বিঘা জমির উপর সমন্বিত খামার শুরু করেন। এ খামারে পুকুরে মাছ চাষ ছাড়াও, আম, লিচু, ভিয়েতনামী নারিকেল এবং মাল্টার চাষ করেন। এরপর কিছুদিন পর ছাগল ও দেশী মুরগীর খামার করেন। বর্তমানে তার খামারের পরিধি ৩৫ বিঘা। আরও ৬৫ বিঘা জমি লিজ নিয়ে বিভিন্ন প্রজেক্ট করার পরিকল্পনা করছেন। চাকুরী ছেড়ে কৃষি খামার করে কেমন আছেন তিনি। সে সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখবেন-----------

কিভাবে সমন্বিত খামার করবেন,সমন্বিত কৃষি খামার,রোজা এগ্রো ফার্ম,রোজা এগ্রো,বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা সোহেল রানার বিশাল সমন্বিত খামার,মুরগী,ছাগল,আম,লিচু ও মাছ চাষ,কেন সোহেল রানা সমন্বিত খামার করলেন,Integrated farming,Roza Agro Farm,Roza Agro,Roza,Agriculture,Murgi,Chagol,Mango,Goat,শিক্ষিত যুবক সোহেল রানা চাকুরী ছেড়ে সমন্বিত খামার করে কেমন আছেন,

Post a Comment

0 Comments